আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রান্তি

শাদা পরচুল অন্ধকার

ভাষার আড়ষ্ঠতা থেকে যবে, এই অপরুপ বিশাল ভবে- মুত্তি পেল সত্ত্বা আমার; সেদিন থেকেই চরম মূর্খের মতো- আত্নগর্বে গর্বিত নৃপতির মত, না চিনে নিজেরে- চিনতে চেয়েছি বসুধারে! দিতে চেয়েছি পৃত্থীর পৃষ্ঠ পরে- আমারি জয়তিলক এঁকে!! বলতে চেয়েছি গৌরব করে; আমি মানুষ। আছে আমার কল্পনার ফানুস! তাকে দেখাতে চেয়েছি- কী একেছি,কী গেয়েছি-কী বলেছি আমার অব্যক্ত কল্পনায় । যারা রয়েছ তার অজানায় ! হয়নি সে দুঃসাহস পূরণ- ভেঙে গেছে ভ্রান্তির স্বপন! তবুও আমি ধন্য তার কৃপায়- সে মোরে করেছে ক্ষমা, দিয়েছে অনুপমা; স্নেহে,আবেগে-আর ভালবাসায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।