হঠাৎ শুন্যতা ...................
এক দিন তুমি বললে এসে, “চল,
(আমার)চলার পথে তুমি হবে সাথী,
যাব মোরা দূর পাহাড়ের ঢালে
কইবো কথা সকাল-বিকাল-রাতী।”
বিমুঢ আমি তোমার পানে চেয়ে
ভাবছি এখন আকাশ-পাতাল কত,
তোমার আশায় কত রাত্রী জেগে
চেয়েছি আমি হতে তোমার মত।
বাগানেতে গোলাপ যেমন ফোটে
তেমনি বুঝি ফুটলো স্বপনো কুশুম,
তোমায় নিয়ে অপেক্ষারই পালা
শেষ হল আজ কাটলো রাত্রী নিঝুম।
তোমায় পেয়ে বিভোর যখন আমি,
নিদ্রা দেবী উঠলো ডেকে তখন,
বললো হেসে পাগলা ভোলা আমার
স্বপ্ন দেখা ছাড়বিরে তুই কখন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।