আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রান্তি/


গভীর আঁধারে ঘিরেছিল সে রাতে...আকাশে কোন চাঁদ ছিল না, বাতাসে কোন প্রাণের আহ্বানও ছিলনা...আমার মনে শুধু অনুক্ত ব্যাথা ছিল। একা ছিলেম আমার পৃথিবীর পরে.. দূর থেকে দূরে ভেসে ছিল চিল.. মৃত মানুষের খোঁজ মিলেছিল কিনা জানিনা শকুনেরা আবাসন গড়েছিল। সাগর আমাকে বরাবরে মত ডেকেছিল..আমিও তার আহ্বানে ছুটেলিাম, তোমাকে ডেকেছিলেম আমি গাংচিলেদের স্বরে স্বর মিলিয়েছিলাম। দেখনি ফিরে আমাকে আঁধারের বুকে নিজেরই রক্তাক্ত স্রোতে ভেসেছিলাম, রুহ ছেড়ে যেতে চেয়েছিল এই বিবর্ণ শরীর আমি কত্ত কেঁদেছিলাম। তোমার অপেক্ষায়, দরজার ওপাশে এক যুবককে তুমি ভেবে ভুল করেছিলাম, সে আমার ডাক শুনে বলেছিল, কে তুমি ?, আমি আমার ভুল ভেঙ্গেছিলাম। তুমি কেন ছিলেনা কোথাও, আমার বিদায় বেলায় কেন তুমি থাকনা কোথাও ? যদি আত্মা ছেড়ে যেত আমার শরীর, কখনও দেখা হবেনা আমি জেনেছিলাম। শরতের আকাশে উরে জোড়া পাখি দেখে আমি হেসেছিলাম.. হাসির বদলে দুচোখে বেদনার কাজলও কখনও পরেছিলাম.। পৃথিবীর সব মানুষই বেলা শেষে একা হয় তাও অকপটে জেনেছিলাম.. মায়বিনী পৃথিবী আমাকে বড় মায়া করে সেকথাও যেন মেনেছিলাম। সেদিন কোথাও বৃষ্টি হয়নি বলে চারিদিকে শুকনই ছিল পথ, ঘাট ও মাটি, সূর্যটা ঠিকঠাকই উঠেছিল বলে আমিও ছিলাম চঞ্চলা ও পরিপাটি। রোদেলা ছায়ায় কারো উপস্থিতির অপেক্ষার প্রহর গুনেছিল যেন আঁখি, প্রয়োজনে যাকে পেলাম না ,অপ্রয়োজনে কেন তারে মনে রাখি! তানিয়া হাসান খান সময়:১০:৪৯ মি.(রাত্রি) তারিখ: ২৭/০৯/২০১৩ইং ১২ই আশ্বিন,১৪২০ বাং
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।