কে তুমি, এসে দরজার ওপাশে দাড়াও কড়া নাড়ো না, কলিংবেল ও না আলতো স্পর্শে শব্দহীন তোমার উপস্থিতি বলে দাও ! কে তুমি, পাশাপাশি হেঁটেছো একটি কথা ও না বলে রোদে পোড়া নির্জন রাস্তা ধরে ! কে তুমি, গোধূলির আলো হারানো হ্মণে মনে পড়েছো বিনা অবয়বে; অথবা বির্ষন্ন একঘেয়ে বর্ষায় চালিয়েছো দূর্বার গতিতে তাল লয় হীন কোন দূর্বোধ্য গানে ! কে তুমি, ছায়া ফেলেছো সব পূর্ণিমায় আমার ছায়ায় পাশে গৃহত্যাগী যখন আমি হতে চাই হারিয়ে যেতে চাই নাম না জানা কোন উত্তাল বায়ুর টানে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।