আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রান্তি

স্বপ্ন দেখে যেতে চাই আমৃত্যু ... ! হোক না সে দুঃস্বপ্ন ... ! ক্ষতি কি ... ! শকুনের সে চাওয়ায় , সাড়া দিতে ইচ্ছে করে , হারানো ভালোবাসার শোকে বিদগ্ধ এ জীবনটাকে ছুড়ে ফেলে দেইনি আমি আস্তাকুড়ে, টেনে হিঁচড়ে বয়ে নিয়ে যাই নগ্ন ভগ্ন স্তূপটাকে , তবু শোকের এতটুকু ছায়া পড়তে দেইনি কখনো এ দু চোখের পাতায় । বারে বারে অধির হয়ে একফোঁটা বাতাসের আশায় আকাশ পানে চাই, দেখি সেথা কেবলি শকুনের আনগোনা , পচা গলা আমারি ধ্বংস স্তূপের আশায় উড়ছে ক্লান্তিহীন, অবাক এক আলসেমি ভর করে তখন শরীর জুড়ে , ওর মতো করে কি আর চেয়েছে কখনো কেউ এই আমাকে? হঠাৎ -ই , ভোগের চাওয়াটাকেই সত্য বলে মেনে নিতে ইচ্ছে করে। ভ্রান্তির অমোঘ আঁধারে ডুবে যাই আমি বারে বারে , শকুনের সে চাওয়ায় , তাই সাড়া দিতে বড্ড ইচ্ছে করে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।