আমাদের কথা খুঁজে নিন

   

বোল্টের চেয়েও দ্রুত

মৌসুম শুরুর আগে সুইজারল্যান্ডের ট্রেনিং কাম্পে দৌড়েছিলেন দলে নতুন আসা ২৪ বছর বয়স্ক পিয়েরে-এমেরিক। স্প্রিন্ট শেষে দেখা গেল, তিনি ৩০ মিটার দৌড়েছেন ৩.৭ সেকেন্ডে, যা ২০০৯ সালে বার্লিনে ১০০ মিটার স্প্রিন্টে বোল্টের প্রথম ৩০ মিটারের সময়ের চেয়ে দশমিক ১ সেকেন্ড কম!
বার্লিনে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার শেষ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন বোল্ট।
পিয়েরের এই টাইমিংয়ে হতভম্ব বরুসিয়া ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক মাইকেল জর্ক বলেন. “এ পর্যন্ত খেলা দ্রুততম খেলোয়াড়দের মাঝে নিশ্চিতভাবে পিয়েরে অন্যতম একজন।       
তাহলে কি বোল্টের রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন পিয়েরে। নাহ! তা বুঝি একটু বেশিই কল্পনা হয়ে যায়।

আর বোল্টের শুরুটা এমনিতেই অপেক্ষাকৃত ধীর।
তবে অদুর ভবিষ্যতে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অবশ্য হতে পারে। বোল্ট আগেই জানিয়েছেন, ট্র্যাকের রাজত্ব শেষে ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করতে চান তিনি। আগামী মৌসুমে একটি চ্যারিটি ম্যাচে খেলারও যথেষ্ট সম্ভাবনাও রয়েছে তার।
সুতরাং ১০০ মিটারের ট্র্যাকে না হলেও, ফুটবলার হিসেবে বোল্ট-পিয়েরের লড়াই আগামীতে হলেও হতে পারে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.