রোববার রাতে ৪*১০০ মিটারের রিলেতে সোনা জিতেছে বোল্টের জ্যামাইকা দল। বোল্ট তাই স্পর্শ করলেন বিশ্বচ্যাম্পিয়নশিপে কার্ল লুইস ও মাইকেল জনসনের আটটি সোনা জয়ের অনন্য রেকর্ড।
প্রথম তিন জনের মধ্যে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্রের স্প্রিন্টাররা। কিন্তু তাতে কি চতুর্থ ব্যক্তি হিসেবে ব্যাটন হাতে নিলেন বোল্ট। যুক্তরাষ্ট্রের স্প্রিন্টারকে অনায়াসেই ছাড়িয়ে গেলেন তিনি।
মস্কোতে এর আগে ১০০ ও ২০০ মিটার দৌড়ের সোনা জিতেছিলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
আর ২০০৯ সালে বার্লিন চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ২০০ মিটার ও ৪*১০০ মিটার দৌড়ে সোনা জেতা বোল্ট ২০১১ সালের দেগু আসরে কেবল ১০০ মিটারের শিরোপা হারিয়েছিলেন ফলস স্টার্টের জন্য।
২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকেও ১০০ মিটার ২০০ মিটার ও ৪*১০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ২৬ বছর বয়সী এই গতিদানব।
রিলের এই সোনাসহ বিশ্ব চ্যম্পিয়নশিপের সব আসর মিলিয়ে তার সোনার সংখ্যা দাঁড়ালো ৮টিতে। বিশ্বের সেরা স্প্রিন্টার হিসেবে নাম লেখালেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।