চঞ্চল মন তার দুখেরও চাহনি কিসের কুহক জানি দেয় হাতছানি। মনের ঘরে গোপন বাশি নিত্য চেনা সুর তাকে নিয়েই ভাসায় তরী অথৈ সমুদ্দুর। হিজল ফুলের মালা গলে কানে বকুল ফুল, আলতা রাঙ্গা পা দুখানি বিনুনি তার চুল। গোলাপ ভাজে ঠোট দুখানা জলে ভাসা চোখ, সদ্য পাওয়া যৌবনখানি উদাসী উন্মুখ। চলতে পথে একটু দাঁড়ায় চমকে উঠে হোচট খায়, দমকে দমকে ফিরে চায় অস্পৃশ্য কামনায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।