Khan IT Source
ভেসে যাক এ হাওয়ায়
নদীর ভাঙা কূল
ছেঁড়া ছেঁড়া মেঘের বুনো চুল
ঘেঁষে যাক এ হাওয়ায়
দিশে পাওয়া সুখ
ভেসে যাক চিতার পোড়া গন্ধ
ছাই হয়ে যাওয়া রন্ধ্র
ছিঁড়ে ছিঁড়ে উড়ে যাক
ফিকে হয়ে যাক এ হাওয়ায় ।
মরে মরে বেঁচে যাক
অচ্ছুত ধূলিশায়ী যত মুক্তি
উদ্ধত তমসায় অনীহায়
বেঁধে বেঁধে থেকে যাক
বাঁধা হয়ে গেঁথে যাক
সূত ছেঁড়া সময়ের উক্তি ।
ভেসে যাক এ হাওয়ায়
ফাগুনের নীল রোদ
আগুনে পুড়ে পুড়ে
আলো হয়ে ছিঁড়ে ছিঁড়ে
গোধূলিতে ফিরে যাক
না বলা অনাহুত সম্মত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।