আমাদের কথা খুঁজে নিন

   

অস্পৃশ্য দেবী

যখন তখন যেই রঙে যেথায় সেথায় আমি নৃত্যে মাতি ,তা তোমার চোখে যদি সুশ্রী না হয় তুমি বরং শিখিয়ে দাও...

এক পথিক পথে যেতে যেতে একদিন পথের আড়ালে এক দেবীমূর্তি কে খুজে পেল। দেবীমূর্তিটাকে সে নিজের কাছে নিয়ে আসলো। একসময় এই দেবীমূর্তিকে সে তার মন-মন্দিরের সবচেয়ে উঁচু আর সম্মানের আসনটা দিল এবং তাকে রাখলো নিজের সর্বোচ্চ অনুভূতির চূড়ান্তে। পথিক নিজেই হয়ে গেল দেবীমূর্তির একমাত্র একনিষ্ঠ পূজারী। প্রতিদিনের অর্ঘ্য আর অর্চনায় পূজারী তার ভিতরকার সবটুকু ঢেলে দেবার চেষ্টা করতো।

এভাবে দিন যায়,রাত যায়। সহসা একদিন দেবীমূর্তির মনে হলো, " আমি এখানে কেন? আমিতো আরো কারুকার্যময় কোনো মন্দিরে থাকতে পারতাম। আরো প্রাচুর্যময় কোনো পূজারী পেতে পারতাম। " যেই ভাবা সেই কাজ। দেবীমূর্তি নিজেকে আরো উপরে নিয়ে যেতে চাইলো।

পথিক-পূজারীর মন-মন্দিরের সবচেয়ে উঁচু স্থান থেকে দেবীমূর্তি যখন নিজে নিজে আরো উপরে উঠতে গেলো তখন-ই সে একবারে নিচে পড়ে গেল। দেবীমূর্তি এখন ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। একটু পর কাদা-পানিতে পড়বে, শিয়াল-কুকুরে টানবে। তা দেখে পূজারী যখন দৌড়ে তাকে ধরতে গেল তখন দেবীমূর্তি চিৎকার করে বলে উঠলো," ছুঁয়ো না, ছুঁয়ো না আমাকে....আমি অপবিত্র হয়ে যাবো। "


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।