আমাদের কথা খুঁজে নিন

   

অস্পৃশ্য

বাংলাকে ভালবাসি। আলো ঝলমল রাতের শহর একাকি আমার কেটে যাওয়া প্রহর, ঘুমের নেশা জড়িয়ে আসে স্বপ্নেরা সব শুন্যে ভাসে। অচেনা স্পর্শে বিহ্বল হঠাৎ থমকে যাওয়া সেই কান্তির রাত এসেছিলো সে, দাড়িয়ে পাশে, বলেছে আমায় মিষ্টি হেসে "সময় হয়েছে যাবে চলো।" ঘুম ভেঙে একদিন যদি দেখো তুমি হারিয়ে গিয়েছি তোমার আমি, চা্ইবে কি ফিরে অনুভূতিগুলো? হারিয়ে যেতে চাই আমি অজানায় সময় যেখানে থমকে দাড়ায় কষ্টগুলো অতীতের গান হবে শুধু তুমি আমার। আয়নায় তাকিয়ে আজ অশরীরী আমি চীরচেনা নিজেকে খুজে ফিরি, পারবে কি ফেরাতে তুমি কোনদিন হারানো এই আমাকে? আর্তনাদ আমার বুকফাটা চীৎকার শুনতে কি পাও তোমরা কেউ, যখন এসে দাড়াই আমি রাতের নির্জনে তোমাদেরই পাশে বল আমি কে তোমাদের মাঝে, হারিয়ে খুঁজি নিজেকে? ঘুম ভেঙে একদিন যদি দেখো তুমি হারিয়ে গিয়েছি তোমার আমি, চা্ইবে কি ফিরে অনুভূতিগুলো? হারিয়ে যেতে চাই আমি অজানায় সময় যেখানে থমকে দাড়ায় কষ্টগুলো অতীতের গান হবে শুধু তুমি আমার....। ***He dies and his sweetheart loves someone else. After death he still loves her,he wants her, he is still among us,somewhere,confused about her but-waiting for her,hoping she'll come back one day. He badly wants her to love him,even after death he can't stop hoping. Isn't love eternal regardless the sides? ***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।