আমাদের কথা খুঁজে নিন

   

অস্পৃশ্য স্বপ্ন অবসর

Khan IT Source

ঘুমের শরীরে মাথা রেখে যদি- ঘুম না পেয়ে স্বপ্ন আমায় পেয়ে বসে? রন্ধ্রে আমার নিশাচর শিহরণ অনুপ্রাসে, নীলচে আঁধার জরানো শিশির সবুজ ঘাসে। ভরের স্নিগ্ধ হয়ে, আযানের কন্ঠ ছুয়ে, বকুলের গন্ধে আকূল, জলেদের শ্রবণ পেয়ে- চোখ মেলিয়ে চায়, কি কে যেনো আসে, উষ্ণ সূর্য আলো, বাতাশের পরশ ঘেষে- আবীরে জুরে দিলো, রঙিন শীতল ঝরা স্বপ্ন নিরব হেসে। দিগন্তের ভাজে দু'হাত রেখে দেখি, এ কি! কে আমায় ছুয়ে ফেলে......................... সময় নিতান্তই ঘুমের ফাঁদে ফেলতে চায় কেউ এসে আবার আমায় স্বপ্ন দেখায়- স্বপ্ন লোলুপ এই নগরীর অন্তরালে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।