অস্পৃশ্য ভালোবাসা
আজ রাস্তায় হেটে চলি এই পদ্মা চরের বুকে
আজ স্বপ্নকে ভেঙ্গে ফেলি ওই সুর্য ডোবার স্রোতে
আজ নীল নীলিমার অন্ধকার এ চাঁদ তারাদের মেলা
উল্কাপাতের আগুন রেখায় স্মৃতিগুলো পুঁড়ে ফেলা ।
গগনকোণে ভীষণ কাঁপণ,আলো আধারির খেলা
ঝুমঝুমিয়ে বৃষ্টিধারায় ,কষ্টস্রোতের মেলা
নয়নকোণে এক ফোটা জল,
ঝাপসা তুমি ঝাপসা অনল
রংধনুদের রাঙ্গিয়ে দেয়া,
কিংবা গাছের মুগ্ধ কেয়া
পাহাড়ী ফুলের বন্যতা প্রাণে,
নয়ন দুটি নীল আজ ও মোরে টানে ।
এ সব কিছু আজ বহু দূরে ফেলে
তবু কেন তুমি দূরে চলে গেলে ,
বুক চিরে তাই দীর্ঘশ্বাস ফেলি
হাহাকার করে ফিরে যেতে বলি ,
চোখ বুজে তাই যত কাছে আসি
দেখি মেঘের পরে হারাল যে শশি ।
অভিমান তাই আজ বলে ওঠে
যাক চলে যাক সবকিছু আজ,মুছে যাক তবু প্রকৃতির এ সাজ
তট ভেঙ্গে যাক কূল সরে যাক,কাকাতুয়াটাও যদি নির্বাক
তবু আমি থাকব চেয়ে দূর ওই নীলিমায়
যেথা তুমি আছ আমিও আছি ,আর আছে ভালবাসা মোর অসীম সীমানায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।