সবকিছুই চুকিয়ে গেছে গালিব! বাকি আছে শুধু মৃত্যু!! কর্মীবাহিনীর কাছে তাঁর পরিচয় সিংহ পুরুষ হিসেবে। হয়তো তিনি নিজেও এভাবে পরিচিত হতে পছন্দ করেন। তবে নিন্দুকেরা বলে থাকেন যে, সিংহ হলেও তিনি নাকি মাঝে মধ্যেই মুষিকের মতোই আচরণ করেন। বিপদ দেখলে পর্বতের গর্তে ঠাই নেন। অবস্থা ভাল ঠেকলে আবার সেখান থেকে বের হয়ে আসেন এবং পূর্বের মতো তর্জন গর্জণ শুরু করেন।
সভ্য মানুষ হিসেবে এটা ভেবে কষ্ট পাই যে, সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে জন্মানোর পরেও কেন "পশু" নামটা ওনার বা ওনার কর্মবাহিনীর কাছে এতো প্রিয়!!!! মানুষ হিসেবে পরিচয় দিতে সমস্যা বা সীমাবদ্ধতাটা কোথায়?
সেই সিংহপুরুষ (কিছুটা ভয়ে, কিছুটা সন্মানের স্বার্থে মুষিক পর্বটা বাদ দিলাম) গতকাল দৈনিক প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, কারো সাহস থাকলে তাঁর সামনে এসে বলুক যে, তিনি সন্ত্রাসী। হ্যাঁ, বুকের পাটা থাকলে এভাবেই চ্যালেঞ্জ জানাতে হয়। তবে এক্ষেত্রে ওনার সুবিধা হচ্ছে যে, দেশের বা নারায়ণগঞ্জের সভ্য মানুষের এমন বুকের পাটা নেই যে, ওনার সম্মুখে গিয়ে বলবে, "জনাব আপনি আসলেই সন্ত্রাসী"। কারণ নারায়ণগঞ্জ বা দেশের সাধারণ মানুষের কারোরই ঘাড়ে দুটো মাথা নেই। কাজেই নিশ্চিতভাবে এটা বলা যায় যে, তিনি তাঁর এ চ্যালেঞ্জে জয়ী হবেন।
সাক্ষাৎকারে তিনি আরো জানান যে, নির্বাচিত হলে তিনি নারায়ণগঞ্জকে স্কাই সিটিতে পরিণত করবেন। সংশ্লিষ্ট সাংবাদিক স্কাই সিটি বলতে কি বুঝাচ্ছেন জানতে চাইলে সিংহপুরুষ বলেন, ‘আকাশের রঙ আকাশি। মেঘের রঙ সাদা। নারায়ণগঞ্জের সব বাড়িঘর আকাশি ও সাদা রঙ করে দেওয়া হবে। এভাবে নারায়ণগঞ্জ হবে স্কাই সিটি।
ঢাকা থেকে মানুষ আসবে এই শহর দেখতে। ’ বাহ! স্কাই সিটির কি চমৎকার ডেফিনেশন। এই নাহলে এই দেশের জনপ্রতিনিধি!!!
সিংপুরুষ নারায়ণগঞ্জের মেয়র হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত। কারণ কয়েকদিন আগেই সিংহপুরুষের বড় ভাই বলেছেন, নারায়ণগঞ্জে তাঁরা একচ্ছত্র, তাঁদের ধারে-কাছে কেউ নেই। বড় সিংহপুরুষ আরো বলেছেন, নির্বাচনে নিশ্চিতভাবে তাঁর ভাই নির্বাচনে বিপুলভাবে জয়ী হবেন।
কাজেই এক্ষেত্রে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের উচিত হবে মেয়র সাহেবের অভিপ্রায় অনুযায়ী তাঁর স্বপ্নের স্কাই সিটি প্রতিষ্ঠার স্বার্থে এখন থেকেই তাঁদের সব বাড়িঘর আকাশী ও সাদা রং দিয়ে ঢেকে দেয়া। কারণ সিংপুরুষ যদি নিজে থেকে এটা করেন এবং করার সময়ে তাঁর পশুসুলভ আচরণটা যদি বেশি জেগে ওঠে তবে হয়তো তিনি বাড়িটিকেই স্কাইয়ে (আকাশে) পাঠিয়ে দিতে পারেন।
অঃটঃ জানিনা সভ্যতার স্বার্থে নারায়ণগঞ্জবাসী এই পশুটিকে প্রতিরোধ করবে কিনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।