নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, বন্দর ও ফতুল্লার প্রায় ৩৮টি স্পটে অবস্থান নিয়েছেন সাবেক এমপি শামীম ওসমানের কর্মীরা। আজ সোমবার সকাল থেকে শামীম ওসমান কর্মীরা বিএনপির মার্চ ফর ডেমেক্রোসিকে মার্চ ফর টেরোরিজম আখ্যা দিয়ে শ্লোগান দেয়।
সরেজমিন দেখা যায়, ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতৃত্বে থানার ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ মোক্তারপুর সড়কের পঞ্চবটি, বিসিক, পাগলা, পোস্ট অফিস দেলপাড়াসহ প্রায় ১২টি স্পটে,বন্দর থানা আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের মদনগঞ্জ ও মদনপুরের ১০টি স্পটে এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতৃত্বে সাইরবোর্ড কাঁচপুর, তারবো ভুলতা পুরিন্দাসহ ১৬টি স্পটে অবস্থান নিয়েছে শামীম ওসমান পন্থীরা। তারা বিভিন্ন স্থানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে দেশাত্মবোধক গান বাজিয়ে শামীম ওসমানের পক্ষে শ্লোগান দিচ্ছে।
কমীদের অবস্থান নেওয়া সম্পর্কে জেলার থানা আওয়ামী লীগ নেতা সাইফউল্লাহ বাদল, হাজী ইয়াসিন ও এমএ রশীদ বলেন, শামীম ওসমানের নির্দেশে কর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।
সাবেক এমপি শামীম ওসমান মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় জানান, তার নেতাকর্মীরা কাউকে বাধা দিতে নয়, সাধারণ মানুষকে বিরোধী দলের হামলা থেকে রক্ষায় রাজপথে অবস্থান করছে। শান্তিপূর্ণ সভা করা বিএনপি অধিকার। সেদিক থেকে তাদের কর্মীরা কাউকে বাধা দিচ্ছে না।
এদিকে, শামীম ওসমান ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামকে এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, শামীম ওসমান ও জেলার এসপি সৈয়দ নূরুল ইসলাম বাড়াবাড়ি করছেন।
সভা সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার।
প্রসঙ্গত, সাবেক এমপি শামীম ওসমান স্বাধীনতা বিরোধী শক্তির মোকাবেলা করতে তার কর্মীদের ফতুল্লায় এক সভায় নির্দেশ দিয়ে কর্মীদের রাজপথে থাকার অবস্থানের নির্দেশ দেন। এছাড়া জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিএনপির মার্চ ফর ডেমেক্রেসি কর্মসূচিকে অনুমিতিবিহীন উল্লেখ করে কাঁচপুর দিয়ে কাউকে যেতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।