নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের পর্বে গুরুত্ব দেওয়া হয়েছে মানবিক প্রতিবেদনগুলোকে। এরমধ্যে রয়েছে ব্রেইল পদ্ধতিতে বিনোদনমূলক বই প্রকাশের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন।
ফাগুন অডিও ভিশনের গণসংযোগ কর্মকর্তা গাজী কিবরিয়া মিঠু গ্লিটজকে বলেন, “বিশেষ গুরুত্বের সঙ্গে আমরা এবার চারটি মানবিক প্রতিবেদন তৈরি করেছি। ”
মিঠু আরও বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীদের বই তুলনামূলকভবে কম। অথচ তাদের জ্ঞানচর্চা ও বিনোদনের একমাত্র উপায় ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত বই।
আমরা গবেষণা করতে গিয়ে দেখলাম, তাদের জন্য বিনোদনমূলক বইয়ের সংখ্যা একেবারেই নগণ্য। ”
অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক প্রেস বার্তায় জানিয়েছে, প্রতিবেদন পর্বে আরও রয়েছে, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বীরেন্দ্রনাথের মাতৃভক্তির উপর একটি মানবিক প্রতিবেদন। মোফাজ্জেল হোসেন পলাশের এক অপ্রচলিত শখের দুর্লভ সংগ্রহের উপর রয়েছে আর একটি অনুসন্ধানী প্রতিবেদন।
এবারের পর্বে মূল গান হিসেবে থাকছে একটি দেশাত্মবোধক গান। গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এ্যান্ড্রু কিশোর।
গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রুপু।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অবস্থিত মুড়াপাড়া জমিদার বাড়ি। মুর্শিদাবাদের হাজার দুয়ারী প্রাসাদের অনুকরণে নির্মিত মুড়াপাড়া জমিদার বাড়ি বর্তমানে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে পরিচিত। বাড়িটির নির্মাণ কাজ শেষ হয় তিন ধাপে। কাজ শুরু হয় ১৮৯৯ সালে এবং শেষ হয় ১৯০৯ সালে।
মুড়াপাড়া জমিদারির গোড়াপত্তন করেন বাবু রাম রতন ব্যাণার্জি।
‘ইত্যাদি’ গ্রন্থণা, পরিচালনা ও উপস্থাপনা করছেন হানিফ সংকেত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।