পরে বলবো
একজন সংস্কৃতিমনা মানুষ রাজনীতিতে আসার পর তার রাজনৈতিক দর্শন এবং ভাবনা কেমন হওয়া উচিত। এ নিয়েই এখন যত ভাবনা বর্তমান সংসদ সদস্য এবং অভিনেত্রী কবরীর। শুধু ভাবনা নয়। ভাবনা থেকে পরিকল্পনা হচ্ছে চলচ্চিত্র নির্মাণের। এই প্রথমবার একটি চলচ্চিত্র নির্মাণ করবেন তিনি ।
ইতিমধ্যে লেখার কাজও প্রায় শেষের পথে। তাও আবার নিজ এলাকা নারায়ণগঞ্জ এবং নিজের কাহিনী নিয়েই নির্মিত হবে চলচ্চিত্রটি। এমনটাই জানালেন কবরী। বললেন, সাধারণ জনগণকে নিয়ে সব সময়ই একটা আলাদা চিন্তা আমার মধ্যে কাজ করে। এবার নারায়ণগঞ্জে একটা বিশাল পরিবর্তন এসেছে।
তাই এখানকার রাজনীতিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার কাহিনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। যে গল্পে একজন রাজনীতিবিদকে নিয়ে চিন্তাভাবনা। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। এসব বিষয়ই ফুটে উঠবে। ইতিমধ্যে গল্পটি লেখার কাজও প্রায় শেষের পথে।
এ বছরই শুটিংয়ের কাজ শুরু করবো। তবে এখনো নাম ঠিক করা হয়নি। লিংক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।