নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম আজ সকালে পরিদর্শণ করেছেন আইসিসি প্রতিনিধি দলের সদস্যরা।
আজ সকালে আইসিসির ইভেন্ট ডিরেক্টর ক্রীস পেটলির নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল স্টেডিয়ামের মিডিয়া বক্স, গ্রাউন্ডসহ বিভিন্ন স্থান পরিদর্শণ করেন। এসময় বিসিবির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা মিরপুর জাতীয় স্টেডিয়াম পরিদর্শণে যান।
উল্লেখ্য সম্প্রতি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়।
ওই ম্যাচ উপলক্ষে যে নারায়ণগঞ্জের ক্রিকেটপ্রেমীরা চরম উন্মাদনা দেখিয়েছিল। গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করেছেন অনেকে। টিকেট না পেয়ে ব্যাংক কাউন্টার হামলা, পুলিশের লাঠিপেটা খেয়েও অনেকে টিকেট সংগ্রহ করেছেন। ওই ম্যাচে নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করেছিল টাইগাররা।
ফতুল্লা জাতীয় স্টেডিয়ামে বেশী করে ম্যাচ অনুষ্ঠানের দাবি ক্রিকেটপ্রেমীদের।
স্টেডিয়ামের যে সকল অব্যবস্থাপনা রয়েছে সেগুলো দ্রুত দূর করার দাবি তাদের। আগামী বছর অনুষ্ঠিতব্য আইসিসি টি ২০ ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের ম্যাচ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।