তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সকল অপরাধীদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দেশের ২১ জন বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিক শনিবার এক বিবৃতি প্রদান করেছেন।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি এ বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিবৃতিতে দেশের বিশিষ্ট ২১ জন উল্লেখ করেন, ‘মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে গত ৬ মার্চ নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। সম্ভাবনাময় এ কিশোরের মৃত্যু গোটা জাতিকে আলোড়িত করেছে, করেছে স্তম্ভিত ও মর্মাহত। এমনি হত্যাকান্ড সমাজের অভ্যন্তরে লুকিয়ে থাকা বর্বর অপশক্তির বিস্তারেরই বহিঃপ্রকাশ। মৃত্যুর পর প্রায় ৯ মাস অতিবাহিত হতে চললেও এ হত্যার সাথে যুক্ত সকল অপরাধীরা এখনো যেমনি আইনের আওতায় আসেনি; অপরদিকে তদন্তকাজও চলছে ধীর গতিতে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।