আমাদের কথা খুঁজে নিন

   

অবাধ দুঃখ অসুখ

আহসান জামান আজকাল এমনই হয়; ঘুমঘোর স্বপ্ন কুড়াই বেদনা বদল হয়ে যায় দূর আকাশের নীলিমায়। কোথাও ওড়ে একা সাদা মেঘের দীর্ঘশ্বাস আর মেঘলা আকাশ ছিঁড়ে খুলে পড়ে ম্লান দুপুর। আজকাল এমনই হয়; খরার তৃষ্ণায় জেগে ওঠে বিষণ্ণ অন্ধকার; অপলক ভুতুমের চোখ। হাত ফসকে খুলে যায় নাটাইয়ের সমস্ত সূতো; জুড়ে জুড়ে; জটিল করেছে কেবল এইসব যাপনের ভিতর। আজকাল এমনই হয়; মনের কপাট খুলে উড়ে যায় প্রজাপতিদল, শূন্যহাওয়ায় ভেসে; কেবল পড়ে থাকে পথহাঁটা পথ, অবাধ দুঃখ অসুখ। ------------------------------------------------------- কবিকথা: পাঠ ও বোধ উন্নয়নের জন্য কবিতাটায় কয়েকটি শব্দের ব্যবহার পরিবর্তন করা হলো। দ্বিতীয় পাঠের জন্য আমন্ত্রণ থাকলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.