অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যথাযথ পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। গতকাল স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেরি হার্প নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত প্রশ্নের জবাবে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেছেন, এটা ভালো লক্ষণ নয়।
বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রশ্নের জবাবে মেরি হার্প বলেন, গত সোমবার আমরা এ বিষয়ে যা বলেছিলাম, তার চেয়ে আর কোনো বাড়তি তথ্য আমার কাছে নেই। তখন যা বলেছিলাম, সেটাই আবার বলছি, আমরা বিশ্বাস করি, গঠনমূলক আলোচনার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর প্রয়াস দ্বিগুণ করার বিষয়টি এখন অন্য যে কোনো সময়ের চেয়ে আরও জরুরি।
একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন, যা গ্রহণযোগ্য হবে, সেদিকে এগিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজে বের করতে হবে। আর সহিংসতা গ্রহণযোগ্য নয়, কখনোই গ্রহণযোগ্য নয়। কারণ তা গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করে। মুখপাত্র আরও বলেন, আমি যতদূর জানি, এ সপ্তাহের শেষে সেখানে সংসদ নির্বাচন হবে। আমরা কোনো নির্বাচনী পর্যবেক্ষক পাঠাব না।
একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধান রাজনৈতিক দলগুলো এখনো সমঝোতায় না আসতে পারায় আমরা অখুশি। তাই আমরা এটাকে উৎসাহিত করছি এবং পরিস্থিতির দিকে নজর রাখব। পাশাপাশি যতটুকু যুক্ত থাকা প্রয়োজন আমরা থাকছি। একটি বড় দল নির্বাচনে অংশগ্রহণ না করায় বাংলাদেশের অর্ধেকের বেশি সংসদীয় আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচন হয়ে গেছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র কি এ নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেবে? এমন প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, 'নির্বাচনের ফলাফল নিয়ে আমরা আগাম কিছু বলতে পারি না।
আমি তো পরিষ্কার করেই বলেছি, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি। এর থেকে পরিষ্কার যে, এটা কোনো ভালো লক্ষণ নয়। তবে ফলাফল নিয়ে বা পরবর্তী সময়ে আমরা কী বলব, তা নিয়ে আমি আগ বাড়িয়ে কিছু বলতে চাই না। ' বিরোধীদলীয় নেতার গৃহবন্দীর বিষয়ে কিছু বলার আছে কিনা জানতে চাইলে বলেন, 'এ বিষয়ে আমাদের লোকজনের কাছে খোঁজখবর নিতে হবে। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।