আমাদের কথা খুঁজে নিন

   

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা মানবাধিকার: আকবর আলি খান

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান জাতিসংঘের মানবাধিকার সনদের কথা উল্লেখ করে বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা একটি মানবাধিকার। তাই যেকোনো মূল্যে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ফোরাম ৭১ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আকবর আলি খান এ কথা বলেন। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদের ‘বাংলাদেশের স্বাধীনতা: কূটনৈতিক যুদ্ধ’ শীর্ষক অভিসন্দর্ভ নিয়ে এই আলোচনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বাংলাদেশের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতির এমন অবস্থা—যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না।

’ এ ক্ষেত্রে তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থের কথা উল্লেখ করে বলেন, ‘ভারতের কাছে আমরা কী চাই, সেটা আমরা ভালো করে জানি না। বাংলাদেশের ভালো কী, কোনো দল তা স্পষ্ট করে জানে না। ’
পররাষ্ট্রনীতিতে সফল হতে চাইলে কয়েকটি মৌলিক বিষয়ে সব দলের একমত হতে হবে বলে আকবর আলি খান মন্তব্য করেন। তিনি বলেন, পররাষ্ট্রনীতি হলো অভ্যন্তরীণ নীতিরই একটি সম্প্রসারণ। কাজেই দেশের ভেতর সমস্যা থাকলে যতই চেষ্টা করা হোক, কোনো কাজ হবে না।

নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে অন্য রাষ্ট্র ও সংস্থার পরামর্শের বিষয়ে আকবর আলি খান বলেন, ‘এ কারণেই এটা হয়। কারণ, আমরা ঠিকমতো চালাতে পারছি না। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.