আমাদের কথা খুঁজে নিন

   

দারুচিনি দ্বীপটা যাচ্ছে সরে

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ হাজার কথার এক শক্ত বাঁধন যাচ্ছে খুলে শত অজানা ঝড়ে সূতোর ওপার থেকে তুমি মারো টান স্বপ্ন-বাসর তাই বড়ো নড়বড়ে ঐ দারুচিনি দ্বীপটা যাচ্ছে সরে।। যাই না এখন আর রূপকথা দেশে মেঘের ভেলায় চড়ে রাজার বেশে জমাট আঁধার মেঘ দিগন্ত নীড়ে আমি চিরচেনা অচেনা থাকছি পড়ে।। অদেখা তোমার রূপ সন্দেহ ছবি গড়ছে মনের ভুল হৃদয় কবি বাসর রচনা যেন ধূ ধূ প্রান্তরে তুমি নিশিদিন অধরা জনম ভরে।। শেখ জলিল ২৯.০৮.২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.