সাতদিন ধরে কক্সবাজার আর সেন্টমার্টিন নাচিয়ে অবশেষে এখন ফিরলাম বাড়িতে ট্যুরের কিছু কিছু মূহুর্ত কখনো ভুলতে পারবো না বিশেষ করে সেন্টমার্টিনে রাতের আকাশ দেখা কক্সবাজার একটা ফালতু জায়গা আর সেন্টমার্টিন স্বপ্নের মতো সুন্দর আমার হোটেলের নামও ছিল স্বপ্নবিলাস দ্বীপের প্রত্যেকটা মানুষ অসম্ভব ভালো, অনেক সহজ সরল কক্সবাজারকে ফালতু বললাম এর প্রধান কারন দালালি ! বাস থেকে নামার সাথে সাথেই দালালদের মুখোমুখি হতে হয় এমন কোনো খারাপ কাজ নেই যা দালালদের বললে করা যায় না ডিটেইলসে বললাম না , যারা কক্সবাজারে গিয়ে থেকেছেন তারা অবশ্য সব বুঝতে পারছেন
দুই দিন কক্সবাজার থেকে খুব বিরক্তি ফীল করছিলাম, সেই একই দৃশ্য, পানি আর ঢেউ, মানুষগুলাও ফালতু ভাবলাম সেন্টমার্টিন আর গিয়ে কী করবো , এখানে যা দেখি সেখানে তো তাই হবে কিন্তু না , একবার সেন্টমার্টিন গেলে আর আসতে মনে চায় না যদিও সেই পানি আর ঢেউ কিন্তু সেন্টমার্টিনের পরিবেশটা অসম্ভব সুন্দর বলবো , বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও রোমান্টিক জায়গা সেন্টমার্টিন সাইকেলে চড়ে পুরাটা দ্বীপ ঘুরলামআবারো বলছি, সেন্টমার্টিনের মানুষগুলা অনেক ভালো মনে কোনো প্যাঁচ নেই , সহজ সরল স্বভাবের হুমায়ুন আহমেদ শুধু শুধু সাগরের মাঝখানে বাড়ি করেননি তার বাড়ির নাম 'সমুদ্র বিলাস' সাগরের ঢেউ ক্রমাগত তার সমুদ্রবিলাসের পাশে চুমু দিয়ে যাচ্ছে আমারও যদি সেখানে একটা বাড়ি থাকতো !
বেঁচে থাকলে আবারো সেন্টমার্টিন যাবো ইনশাল্লাহ্ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।