আমাদের কথা খুঁজে নিন

   

সুবিধাবাদী জামাত

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

এই দলের সব লোকের পা-চাটা স্বভাব আছে, এইটা নিশ্চয়ই সবারই জানা আছে। দেখুন তার উজ্জ্বল দৃষ্টান্ত... খালেদা জীয়াকে গ্রেফতার করার মত ঘটনা ঘটে যাবার পর, দেশের সবাই কম বেশী উদ্বিগ্ন কিন্তু জামাতে অবস্থা টা দেখেছেন? সব দল তাদের মতামত পেশ করছে এই ব্যাপারে। এমনকি আওয়ামিলীগ পর্যন্ত। আর ঐ হারামজাদারা নিশ্চুপ তাদের মনে নেই এতদিন তারা কার দয়ায় ক্ষমতায় ছিলো, কার কারণে তারা এতদিন শান্তি মত রগ কাটার চান্স পাইছে। বি,এন,পির লোকেরা আসলে ভুল করেছে দুধ-কলা দিয়া কুলাঙ্গার পুষেছে।

তাদের মুখে এখন তালা। জিজ্ঞেস করলে বলে মধ্যম পন্থা অবলম্বন করতেছি। আরে কুত্তারা মধ্যম পন্থা তোরা অবলম্বন কর ভালো কথা কিন্তু গাদ্দারী করবি এইটা কেমন কথা?? প্রত্যেক জামাতীদের সবাই মিলা জুতা পেটা করা দরকার। এমন ফাউল প্রতিটা লোক যেইখানে শালারা চান্স পায় ঢুকে যায়। কোন পরিচয় ঠিক নাই পা-চাটা গোষ্ঠি যত্তসব-- কুলাঙ্গার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.