প্রচলিত আছে মেয়েরা না কি সবখানেই সুবিধা পায়!
এইটা -সেইটা কত কথা...!কিন্তু কিছু কিছু ক্ষেত্র দেখলে তা আর মনে হয় না! একটা ঊদাহরন দেই-দিনাজপুর-ঢাকা,রংপুর-ঢাকা, পটুয়াখালী-ঢাকা,চিটাগাং-ঢাকা, আসা -যাওয়ার পথে বেশ কয়েকবার এই ঘটনা দেখেছি!
বাসের ড্রাইভার/সুপারভাইজার নিজেদের প্রয়োজনে কিংবা কোন ছেলে যাত্রীর অনুরোধে বা চাপে পড়ে নির্দিষ্ট স্থান ( ব্রেকের রেস্টুরেন্ট) ছাড়াও যেখানে সেখানে দাঁড়ায় এবং নিজেদের পানির ট্যাঙ্ক খুলে দিয়ে (প্রস্রাব) হাল্কা হয়!
অথচ দুঃখজনক হলেও সত্যি যে -কোন মেয়ে বা মহিলা যাত্রী যদি বলে-
কোন পেট্রোল পাম্পে দাঁড়াতে তো এই সেই বইলা-এখানে না সেখানে এ রকম করতে করতে বিপদে ফেলে...! এবার ঢাকা থেকে আসার সময় এক মহিলা বারবার বলছিলো- সুপারভাইজার একটা পেট্রোল পাম্পে দাঁড়ান কিন্তু সুপারভাইজার এই সেই বইলা এইতো দাঁড়াচ্ছি বইলা আর থামায় না! মেজাজ খারাপ হয়ে গেল- মহিলাকে বললাম, আন্টি অই বদমাশ কে বলেন-" দাঁড়াবি না কি এইখানেই কইরা দিমু আর তোর সব পরিস্কার করতে হবে"! ব্যাস আন্টিও কি মনে করে ডায়লগ ছাড়লো- এবং সাথে সাথেই বাসের মধ্যে বসে থাকা দর্শকরা তখন মুখ খুলল - সুপারভাইজার বাস থামান, বাস থামান কোন পেট্রোল পাম্পের কাছে...
তারপর থামাতে বাধ্য হলো-!
ছেলেরা যেখানে সেখানে বসে বা দাঁড়িয়ে পোস্ট অফিস খুলতে পারে বলে তারা এইসব লং রুটের যাত্রায় সুবিধা পায় কিন্তু মেয়েরা পারে না বলে তাদের এইভাবেই মাঝে মাঝে বিব্রত হতে হয় এইসব সুবিধাবাদী পুরুষদের কাছে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।