আমার একটা নদী আছে যার নাম সুতিয়া আমি সিলেটে থাকি। তো সিলেটে এমনিতেই সাধারনত রিক্সাওয়ালারা যাত্রির কাঙ্খিত গন্তব্যে যেতে চায়না। হঠাৎ গতকাল দেখি রাস্তায় এক পুলিশ এক রিক্সাওয়ালার সাথে তর্ক করছে। আচমকা দেখলাম পুলিশ (জনগণের ব্ন্ধু!) রিক্সাওয়ার গালে ঠাস ঠাস করে চড় মারছে। উপস্থিত আমরা কয়েকজন তো হতবাক।
আমাদের করার অনেক কিছুই ছিল। কিন্তু করিনি কিছুই। ওই যে আমাদের পলায়নপর মানসিকতা। জাতি হিসাবে আমরা কোথায় নেমে গেছি তা আমরা নিজেরাও জানিনা। আমি ওই পুলিশকে দোষ দিচ্ছিনা।
দোষ আমাদেরই। আমাদের ভিতর প্রতিবাদি মন টা আর বেঁচে নেই। নিজ নিজ স্থানে বসে সুবিধা অর্জন, এর বেশি কিছুই আমরা ভাবতে পারিনা। আমরা আসলে সুবিধাভোগীই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।