আমাদের কথা খুঁজে নিন

   

একটি আত্মা এবং কিছু উচ্চাভিলাষী স্বপ্ন

একটি আত্মা এবং কিছু উচ্চাভিলাষী স্বপ্ন একটা চিন্তা নাকি দুঃচিন্তা যেন তাড়া করে ফিরছে। কোথায় যেন হারিয়ে যাচ্ছি , তবে সেটা কোথায় স্বর্গে , নরকে , পাতালে নাকি হারিয়ে যাওয়া হারানো কোন এক হারানো শহরে? নিজেকে খুঁজে পাইনা আর নিজের মাঝে। তবে কি অবচেতন হয়ে পরছি ? বুড়ো হয়ে যাচ্ছি ? হয়ত তাই সত্য। বিলীন হয়ে যাচ্ছে ধীরে-ধীরে এ জীবনের অস্তিত্ব। পৃথিবী শূন্যস্থান পছন্দ করেনা।

আমার অবস্থানও পূর্ণ করে নেবে কেউ, গ্রাস করে ফেলবে আমার ইতিহাস। আমার অস্তিত্ব লালন করে বেড়াবো শুধু আমি , আমার দেহ, আমার আত্মা। না ! এ অবচৈতন্যতা অকপটে স্বীকার করা ভীরুতা ছাড়া আর কিছু নয়। আমি বিশ্বাস করি আমি সত্য , আমি হব ইতিহাস, আমি আমার অবচেতনাকে নিজ হাতে খুন করব আজ। মানব মন প্রতিটি মানুষ কে জিম্মি করে রাখে, এ রজ্জু ভাঙ্গতে হবে।

উদ্ধার করতে হবে নিজেকে অবচেতনার বেড়াজাল থেকে। একটি কঠিন বিশ্বাস ," আমি যেদিন নিজের মনকে জয় করব, সেদিন বিশ্ব জয় করব। " আমি আমাকে জায়ের চেষ্টায় আছি..................... =============== Semarson Bapps=============== --------------- 22-04-2011------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.