আমাদের কথা খুঁজে নিন

   

এতিম গ্রহ !!!!!!!

মন ভাল নেই... গবেষকরা বলছেন,সৌরজগতে মোট পাঁচটি গ্যাসীয় গ্রহ ছিলো। কিন্তু একটি গ্রহকে ‘এতিম’ করে দিয়েছে সৌর পরিবার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, আমাদের সৌরমণ্ডলে হয়তো গ্যাসীয় গ্রহের সংখ্যা ছিলো ৫ টি। শনি, বৃহস্পতি, নেপচুন এবং ইউরেনাস ছাড়াও আরো একটি গ্যাসীয় গ্রহ ছিলো সৌর পরিবারে। কিন্তু সে গ্রহটিকে ত্যাজ্যই করেছে এ পরিবার।

সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউট-এর গবেষক ডেভিড নেসভর্নি সৌরজগতের পঞ্চম গ্যাসীয় গ্রহের তত্ত্বটি দিয়েছেন। গবেষক ডেভিড নেসভর্নি কম্পিউটারে বিভিন্ন মডেল দাঁড় করিয়ে দেখিয়েছেন ৪ বিলিয়ন বছর আগে শনি, বৃহস্পতি, নেপচুন এবং ইউরেনাসের পাশাপাশি আরো একটি গ্যাসীয় গ্রহের অস্তিত্ব ছিলো। অবশ্য এসময় গ্রহগুলোর কক্ষপথ বর্তমান সময়ের মতো নির্দিষ্ট হয়নি। গবেষকরা বলছেন, এতিম এ গ্রহটি অবশ্য বরফের গ্রহও হতে পারে যার ভর ইউরেনাস বা নেপচুনের সমান ছিলো। এটি বৃহস্পতির আকর্ষণ এড়াতে না পেরে হয়তো মিল্কি ওয়ে গ্যালাক্সির ইন্টারস্টেলার এলাকায় সরে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.