আমাদের কথা খুঁজে নিন

   

একটি রাজনৈতিক আশংকা : আমরা বোধ হয় এতিম হতে যাচ্ছি



গত দুদিনের পত্রিকার পাতায় চোখ বুলালেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। আমাদের দেশের দুটি প্রধান দলের রাজনীতি দুই নেতৃবর্গেকে যেভাবে যে বিষয়গুলোতে আলোচনায় নিয়ে আসা হয়েছে তাতে যে বিষয়টি সুপষ্ট তা হল তাদের দেশে অবস্থান নিয়ে। একটি গুঞ্জন চারপাশে আছেই তারা কি শেষ পর্যন্ত দেশে থাকতে পারবেন কিনা? অথবা তাদেরকে কি দেশ্য ত্যাগ করতে হবে অথবা বাধ্য করা হবে? একটি বিষয়ে সন্দেহ ছিল শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা, সে বিষয়টি মোটামুটি নিশ্চিত তিনি সফর সীমিত করে দ্রুত দেশে ফিরবেন। কিন্তু বিষয়টি আরো সন্দেহের জালে জড়ালো যখান মিডিয়াগুলোতে প্রচারিত হল বেগম জিয়ার সাথে নির্দিষ্ট 5 জন ছাড়া অন্য কেউ তার সাথে দেখা করতে পারবেন না। তিনি নিশ্চয়ই তাহলে নজরবন্দী হলেন।

যাই হোক এখন শুধু দেখে যাবার সময়। পরিস্থিতি ও সময় ভাইয়ে ভাইয়ে মাসতুত। তারাই সিদ্ধান্ত নিবে কখন কে কিভাবে কথা বলবে, কে কি করবে, কোথায় যাবে ইত্যাদি ইত্যাদি। সে বিষয়ে মাথা ব্যাথাও নেই কারন বর্তমান পরিস্থিতির উপর কোন হাতও নেই। জরুরী অবস্থা না থাকলে হয়তবা কিছু একটা করত, সেটাও সম্ভব না।

আমাদের দেশের রাজনীতি মূলত দুটি পরিবার কেন্দ্রিক ছিল এটা যে কেউ সহজেই বুঝতে পারত। রাজনীতি মানেই দুটি দল। আর বাকীদের মধ্যে সুযোগ সন্ধানীরা ছিলা কার সাথে জোট করে ক্ষমতায় আসবে সে প্রতিযোগিতায়। পরিস্থিতি পাল্টাচ্ছে, সময়ও বেশ গড়িয়েছে। নতুন ভাবনা, নতুন চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে।

যদি এরকমটাই সত্যি হয় আমাদের দু-দলের দুনেত্রীকে দেশের বাহিরে পাঠিয়ে দেয়া হয় তাতে রাজনৈতিক অঙ্গনে যে শূণ্যতা, বিয়োগাত্মক পরিবেশের সৃষ্টি হবে তাকে কি অসংখ্য রাজনৈতিক নেতা কর্মীরা এতিম হয়ে যাবেনা? তারাই তো দেশের অভিবাবক ছিলেন। হাজার হোক আমাদের কষ্টে নয়, তাদের সুখের জন্য তো আমরা সবসময়ই তাদের পাশে ছিলাম। আমাদের সবকিছু দিয়েই তো তাদেরকে গড়েছি, সাজিয়েছি। তাহলে এতদিন তাদের জিম্মি হয়ে ছিলাম তারা মানে আমরাও কি রাজনৈতিক এতিম হয়ে যাবনা? তারা যদি আমাদের ছেড়ে চলে যান, তাহলে কাকে নিয়ে স্বপ্ন দেখব, দেশ গড়ব, দেশ নিয়ে কথা বলব, দেশকে প্রথম সারিতে তুলব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.