আমাদের কথা খুঁজে নিন

   

একটি ইটের টুকরোর সন্ধানে

একটি টুকরো ইটের উৎস খুঁজতে গিয়ে পুলিশ হয়েছে গলদঘর্ম। রাষ্ট্রদূতের গাড়িতে পড়া ইটের টুকরোটি কে এবং কেন ছুড়েছে তা অনুসন্ধানে নেমে শেষ পর্যন্ত ব্যর্থ তারা। গতকাল বাংলামোটর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের ঢাকার ডেলিগেশন-প্রধান রাষ্ট্রদূত ইউলিয়াম আনার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাজধানীর সংরক্ষিত কূটনৈতিকপাড়া থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী গাড়িটি যখন কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে বাংলামোটর এলাকা অতিক্রম করছিল, তখনই একটি ঢিল গাড়ির কাচের ওপর পড়ে।

এতে গাড়ির কাচে কিছুটা ফাটল সৃষ্টি হয়। চালক নেমে দেখতে পান সেটি টুকরো ইট। পরে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিদের জানানো হলে পুলিশ ও গোয়েন্দাদের একাধিক দল মাঠে নামে। এ প্রসঙ্গে রমনা থানার ওসি রফিকুল বলেন, সংবাদটি শুনেই পুলিশ টিম পাঠানো হয়। রাষ্ট্রদূতের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার বিষয়ে কেউ তথ্য দিতে পারেনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.