আমাদের কথা খুঁজে নিন

   

দাঁড়িয়ে আছি লক্ষ বছর

দাঁড়িয়ে আছি লক্ষ বছর আজম মাহমুদ গতকাল আমি যেখানে ছিলাম আজও আমি সেখানেই আছি আমি লক্ষ বছর একস্থানেই দাঁড়িয়ে আছি নিরব, নিথর হাজার বছরের শাদা শাদা দু’টি চোখ নিয়ে। যে চুম্বন আমি শুরু করেছিলাম তোমার পাঁয়ে আজও তা রয়ে গেছে সেখানেই কোন মতেই এতো শতাব্দি শেষে সেই চুম্বন উঠতে পারেনি তোমার উরু বেয়ে... আমি ছয়শোকোটি বছর সভ্যতার পাঠ হৃদয়ে ধারণ করেও একফোটা আলো দেখতে পাইনি দু’চোখে, আজও দেখতে পাইনি সফলতার মুখ, কিংবা আমার মুখ দেখেনি সফলতা...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।