জীবনানন্দ দাশ তোমার খুব প্রিয় তোমার শয্যাপাশে সুরঞ্জনা তোমার অধরে- হৃদয়ে বনলতাসেন আর চুলে প্রত্যহ বেণী বাঁধে রূপসীবাংলা। তোমার কর্মে আমি মুগ্ধ দেবী তুমি- আমি পূজারী তোমারই প্রেমে অন্ধ। হায় দেবী- করোনা দোয়ার তোমার বন্ধ আমায় ঠাঁই দাও- শয্যাপাশে নয়- তোমার হৃদয়ে। ঠাঁই যদি না দাও- আমি কাব্যগ্রন্থ হয়ে যাব প্রচ্ছদে লেখা থাকবে রক্তাক্ত হৃদয় ভেতরে- শীতল নীরব অভিমানী কবিতা। আমি হয়ে যাব জীবনানন্দের- নীরব রক্তাক্ত কাব্যগ্রন্থ। সিলেট ১৯/০৯/২০১১ দুপুর- ১২.৪৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।