এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
জীবনানন্দ দাশের ওপর ডকুমেন্টারি নির্মাণের কাজ চলছে। বরিশালে আমরা ইউনিট নিয়ে ঘোরাঘুরি করছি। এর ওর কাছ থেকে যতো পারছি তথ্য নিচ্ছি। গোটা শহরে এতো বড় কবিকে কেউ মনে রাখার চেষ্টাও করেননি দেখে খুবই খারাপ লাগলো। শহরের মুনিস গ্যারেজ এলাকায় ছিল জীবনানন্দের পৈত্রিক বাড়ি।
এটা সে এলাকার মানুষ এখন জানে না।
যা হোক, হঠাৎ অনাকাঙ্ক্ষিত বর্ষায় দুপুরেই আমাদের শু্যটিং প্যাকাপ করতে হলো। সন্ধ্যার পর শহরের বিবির পুকুর এলাকায় গেলাম আড্ডা দিতে। বরিশালের কবি-সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা এখানে একটি চায়ের দোকানকে ঘিরে আড্ডা দেন। আমরা যে শু্যটিং করতে এসেছি, এটা এ এলাকার সবাই জেনে গেছে।
এক গল্প লেখক প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে জীবনানন্দের চরিত্রে অভিনয় করছে কে?
প্রশ্ন শুনেতো আমি বেশ অবাক! ভাবছি কি করে তাকে বোঝাই এটা ডকুমেন্টারি, ফিল্ম বা নাটক নয়...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।