স্বপ্ন দেখি সীমাহীন
কথা দিচ্ছে সুরঞ্জনা
ঐ যুবকের সাথে আর যাবে না
বলবে না আর কথা সে
পাখির নীড়ের মত চোখ মেলে
তোমার জন্য পথ চেয়ে আছে
নাগরিক বনলতা
প্রিয় কবি পাচ্ছো নাকি
আমার এ বারতা?
ধানসিঁড়ি নদীর তীরে
পানকৌড়ির বুকটা চিরে
শঙ্খচিল ডানায় চড়ে
বন-শালিকের নিঝুম নীড়ে
তোমার জন্য পথ চেয়ে আছে
নাগরিক বনলতা
প্রিয় কবি পাচ্ছো নাকি
আমার এ বারতা?
কল্পলোকে আজো আছে
অল্প কিছু গল্প-গাঁথা
অন্ধকারে খুলে গেছে
ছন্দ আঁকার বন্ধ খাতা
তোমার জন্য পথ চেয়ে আছে
নাগরিক বনলতা
প্রিয় কবি পাচ্ছো নাকি
আমার এ বারতা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।