মানুষের জীবনের ঢের গল্প.......
তোমার নিকট থেকে
যত দূর দেশে
আমি চলে যাই
তত ভালো।
সময় কেবলই নিজ নিয়মের মতো- তবুও কেউ
সময়স্রোতের 'পরে সাঁকো
বেঁধে দিতে চায়;
ভেঙে যায়;
যত ভাঙে তত ভালো।যত স্রোত বয়ে যায়
সময়ের
সময়ের মতন নদীর
জলসিঁড়ি, নীপার, ওডার, রাইন, রেবা , কাবেরীর
তুমি তত বহে যাও,
আমি তত বহে চলি,
তবুও কেহই কারু নয়।
...............................
..............................
................
কেউ নেই---স্তব্ধতায়; তবুও হৃদয়ে দীপ্তি আছে। [/sb
তিনি কি বুজেছিলেন যে কেবল কিছু মানুষের হৃদয়ের দীপ্তিতেই কেবল বেঁচে থাকবেন তিনি......
কারন জলসিঁড়ি নদীর মত তার শেষ স্মৃতি টুকু মুছে গেছে বরিশালের কলেজ রোড থেকে। বছর ৫ আগে যতটুকু ও বা ছিল কয়েক মাস আগে সেখানে গিয়ে দেখি তার কিছুই আর অবসিষ্ট নেই।
মুখ দিয়ে কোন কথা বের হয় নি....।
কেবল মনে প'রে গিয়েছিল
এই নদী আকাশ মেঘ পাহাড় বননী সব কিছু তে অনন্ত নক্ষত্রবীথি তুমি
সবার ওপর তোমার আকাশপ্রতিম মুখে রয়েছে........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।