মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে বৃহত্তর যশোর এর বর্তমান জেলা শহর ঝিনাইদহ। ঝিনাইদহ পৌর এলাকার মধ্যেই মুরারীদহ গ্রাম এর প্রায় দুশো বছরের পুরাতন একটি ভবন যা একেবাই নদীর তীরে অবস্থিত।স্থানীয় মানুষেরা এই ভবনটিকে মিয়ার দালান বলে অবিহিত করে! জনশ্রুতি আছে একজন ধনাঢ্য ব্যাক্তি নিতান্তই শখের বশে ঊক্ত ভবনটি নির্মান করেন-তবে কবে কখন এই ভবনটি নার্মান করা হয়েছে তা জানা যায়নি! বাইরে থেকে মিয়ার দালানের একাং বাড়ীর পিছনের অংশ-নদীর ভিতর থেকে নিপুন হাতে গাঁথুনী দিয়ে তোলা ইটের পিলার। মুল ভবন। প্রতিটি ঘরের ছাদ পোড়ামাটির টাইল্স দিয়ে তৈরি করা-দেয়ালে রয়েছে অতি মনোরম কারুকাজ। প্রতিটি ঘরের দেয়ালে রয়েছে এ রকম অসংখ্য দেয়াল আলমারি ও কলুঙ্গিনী। ঘোরানো প্যাঁচানো আকর্ষনীয় সিঁড়ি। অপরুপ কারুকাজ! ভাঙ্গা চোরা বাড়ির ভিতরের অংশ। বাড়ীর দরজা-জানালা অনেক আগেই চুরি করে খুলে নিয়ে গেছে দুষ্কৃতিকারিরা। নয়নাভিরাম চিলেকোঁঠা!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।