আরিযোনার কোলোরাডো নদীর পাশে গ্যান্ড ক্যানিয়নের এক কিনারে হর্স সু আকৃতির এই স্কাই ওয়াক। এটা একটা ক্যান্টি লিভার ব্রিজ অর্থাৎ নীচে কোন সাপোর্ট নেই, শক্তিটা গোড়া থেকেই আসে। পুরোটাই স্বচ্ছ কাচের তৈরী। এটা ঘন্টায় ১০০ মাইল গতির ঝড় বা রিখটার স্কেলের ৮ মাত্রার ভুমিকম্পে কোন নড়াচড়াই করবেনা মানে পাত্তাই দিবেনা! দেখতে ম্যালা লোক আসে। মেইন হাইওয়ে থেকে মাইল দশেক দুরে, গাড়ীতেই যাওয়া যায়, মাঝে রাস্তাটা খারাপ মানে কাজ চলছে। না জিনিসটা দেখতে ম্যালা খরচ মনে হয়। একেকজনের টিকিটের দাম সত্তর ডলারের মত! কিছু খাবেন? একেকটা পিচ্চি বার্গারের দাম $ ১৫.০০ । ক্যামেরা সেলফোন আর্মস নিয়ে উঠা নিষেধ! তূলনামুলক উচ্চতা। আরো জানতে: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।