আমাদের কথা খুঁজে নিন

   

ভীতিকর যেসব পরিস্থিতিতে আতঙ্কে হয়তোবা মৃত্যুও হতে পারে !

"অদ্মানুষ!" - বিস্মিত হয়ে বললো একটি ভূত

গভীর রাতে আপনি জানালার পানে তাকালেন এবং দেখলেন কেউ একজন আপনার দিকে একদৃষ্টে চেয়ে আছে।



আপনি ঘরে একা থাকেন। রাতে ঘুম ভেঙ্গে গেল কারণ কেউ আপনার রুমের দরজায় ধাক্কা দিচ্ছে।



রাতে শুনতে পেলেন মা আপনাকে নীচতলায় রান্নাঘরে যেতে বলছেন। যখনি আপনি সিঁড়ি বেয়ে নামা শুরু করলেন তখন আপনার মা’র রুম থেকে ভয়মিশ্রিত স্বরে ভেসে এল, “ওখানে যেওনা।

আমিও আওয়াজটা শুনেছি!”



গভীর রাতে একা একা গাড়ী ড্রাইভ করে বাড়ী ফিরছেন, হঠাৎ আয়নার দিকে আপনার চোখ পড়লো এবং খেয়াল করলেন পেছনের সীটে কেউ একজন/কিছু একটা বসে আছে।



রাতে ঘুম ভেঙ্গে গেল কারণ আপনি শুনতে পেলেন কেউ একজন আপনার কানের কাছে ফিসফিস করে আপনার নাম ডাকছে, কিন্তু আপনি রুমে একা।



আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের একটি ছবি তুললেন, পরে স্ক্রীন এ দেখলেন সেখানে আপনি একা না !



অন্ধকারে আপনি একটি রুমে প্রবেশ করলেন এবং লক্ষ করলেন দরজার পেছনে কিছু একটির উপস্থিতি। আপনি যত যাই করেন না কেন, সেটির কাছ থেকে কোন প্রকার প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছেনা।



আপনি আয়্নায় নিজেকে দেখছেন, হঠাৎ খেয়াল করলেন আপনার প্রতিবিম্বের চোখের পলক ক্রমাগতভাবে উঠছে-নামছে !



আপনার সন্তানের রুমে প্রবেশ করলেন।

সে ভয়ে জবুথবু হয়ে আপনাকে বললো তার খাঁটের নীচে কিছু আছে কিনা তা দেখতে।
আপনি উপুড় হয়ে খাঁটের তলা দেখতে বসলেন। সেখানে আপনার সন্তানকে পেলেন এবং তাকে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে শুনলেন, “আমার খাঁটে কিছু একটা বসে আছে, খুব ভয় লাগছে”।



আপনারা দুজন পাশাপাশি ঘুমাচ্ছেন। হঠাৎ পাশের জন মাঝরাতে আপনার ঘুম ভাঙ্গিয়ে জিজ্ঞেস করলো, “আমার ঘাড়ের কাছে এতো জোড়ে নিঃশ্বাস ফেলছো কেন?” কিন্তু আপনি আদৌ সেরকম করেননি।





একদিন খেয়ালবশত আপনি ভিডিও রেকর্ডার ওপেন করে ঘুমাতে গেলেন। কোন এক কারণে সে রাতে আপনার ঘুম ভেঙ্গে গেল। সকালে উঠে আপনি যখন ভিডিও প্লে করলেন তখন দেখলেন, কিছু একটা ভেসে ভেসে আপনার শরীরের খুব কাছে চলে আসছে এবং যে মূহুর্তে আপনার ঘুম ভেঙ্গেছিল ঠিক তখনি তা গায়েব হয়ে যায় !



রাতে টয়লেটে যাওয়ার আগে বাতি জ্বালানোর জন্য আপনি সুইচে হাত দিলেন, কিন্তু খেয়াল করলেন সেখানে আরেকটি হাতের অস্তিত্ত্ব রয়েছে।



আপনার এক বন্ধুর সাথে আপনি উইজা বোর্ডে খেলছেন। হঠাৎ আপনার বন্ধুটি অজ্ঞান হয়ে যায় এবং কিছু মূহুর্ত পর জেগে উঠে বিদঘুটে ভাষায় কথা বলা শুরু করে।

আপনি জোরে চীৎকার করায় সে ধাতস্থ হয়, কিন্তু কি হয়েছে তা মনে করতে পারেনা।



ঘরে আপনি একা। লক্ষ্য করলেন যে আপনার বিড়াল আপনার দিকে চেয়ে চাঁপা স্বরে গর্জাচ্ছে। একটু পরে বুঝতে পারলেন সেটি আসলে আপনার দিকে না, আপনার পেছনে কিছু একটার দিকে তাকিয়ে আছে।



হুটোপুটির আওয়াজে রাতে আপনার ঘুম ভেঙ্গে গেল।

শব্দের উৎস খুঁজতে আপনি বাথরুম, আলমিরা, খাঁটের তলা চেক করলেন- না সেসব স্থানে কিছু নেই। আপনি কি মনে করে যেন ছাঁদের দিকে তাকালেন এবং দেখলেন ...










 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.