জন্মদিনে কিংবা কোনো শুভ কাজে অনেকেই কেক কেটে থাকেন। কি ধরনের কেক হবে সেটা কম বেশি আমরা সবাই জানি। কিন্তু নিজের কাটা মুণ্ডুর অবিকল কেক বানিয়ে কেই বিবাহ বার্ষিকী উদযাপন করবে। এটা কেউ ভেবেছে কি ? ডেভিড ও নাটালিয়ার বাস্তব ছবি
যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক দম্পতি এমনটাই জানাচ্ছেন। তারা নিজের কাটা মুণ্ডুর অবিকল কেক বানিয়ে বিবাহ বার্ষিকী উদযাপন করবেন।
তাদের নাম নাটালিয়া সিডসার্ফ ও ডেভিড সিডসার্ফ ৩০।
সত্যি কথা বলতে কি নাটালিয়ার স্বামী ডেভিড ভূত প্রেতের ছবি দেখতে পছন্দ করে। তার এই পছন্দের কথা ভেবে স্ত্রী নাটালিয়া ভীতিকর কেক বানানোর উদ্যেগ নেন। উল্লেখ্য নাটালিয়া কেক বানানোর অভিজ্ঞ কারিগর। থিম হিসেবে নিলেন তাদের দু জনের কাটা মাথার রক্তাক্ত ছবি।
৪০ ঘণ্টা চেষ্টা করে বিভিন্ন ফল ও চকলেটের মিশ্রণে একটি ভ্যানিলা কেক তৈরি করেন নাটালিয়া। কেকটি যেই দেখে সেই অবাক হয়। সবাই ভয় পায় কেক দেখে। কেকের ছবি গুলো নাটালির অফিসের ওয়েবসাইট আপলোড করলে মিশ্র প্রতিক্রিয়া আসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।