আমাদের কথা খুঁজে নিন

   

ভীতিকর কথকথাঃ আতঙ্ক পোস্ট

!

ঢাকার একটি নামকরা সুপারস্টোর ও চেইনশপের নাম অ্যাগরা। অন্যদিকে, প্রাচীনকালে, গ্রিসের নগর-রাষ্ট্রের জনতার সম্মিলন স্থলের নাম ছিল অ্যাগরা। গ্রিক অ্যাগরা অর্থ মুক্ত স্থান (Open space) বা সম্মেলনের স্থান। প্রথমদিকে অ্যাগরাতে নাগরিকগণ আসতেন সামরিক দায়িত্ব পালন ও রাজন্যবর্গের বক্তব্য শোনার জন্য। পরবর্তিতে কেনা-কাটা ও হাট-বাজারের জন্য ব্যবহৃত হতে থাকে অ্যাগরাগুলি।

তাহলে ঢাকার চেইনশপ্ টার নামকরণ যথাযথই হয়েছে দেখা যায়! থেসালোনিকা (Thessalonica) তে অবস্থিত অ্যাগরা ছিল বেশ বিখ্যাত। থেসালোনিকাতে অবস্থিত অ্যাগরা'র ধ্বংসাবশেষ টায়ার'এ অবস্থিত অ্যাগরা'র ধ্বংসাবশেষ এথেন্সে অবস্থিত পুনঃনির্মিত অ্যাগরা। এই অ্যাগরা শব্দ থেকেই তৈরি হয়েছে একটা আতঙ্কের নামঃ Agoraphobia. Agora অর্থ আমরা জানলাম যে, সম্মেলন স্থল, অর্থাৎ ফাঁকা বা উন্মুক্ত স্থান (Public places), আর Phobia অর্থঃ ভীতি। তাই Public place অথবা ফাঁকা জায়গার ভীতি বা আতঙ্ক বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। এই সাইকোলজিক্যাল ডিজঅর্ডার’এর নামকরণ করেন, জার্মানির এক ভদ্রলোক কার্ল ওয়েস্টফাল (Carl WestPhal). পেশায় সাইকিয়াট্রিস্ট এই ভদ্রলোক ১৮৭৩ সালে দি জার্নাল অব মেন্টাল সায়েন্সে এই উদ্বিগ্নতা ও ভীতিকে তুলে ধরেন।

আর এই কারণে, অ্যাগরাফোবিয়াতে আক্রান্ত ব্যক্তিগণ avoid public and/or unfamiliar places, especially large, open, spaces such as shopping malls or airports where there are few 'places to hide'. এবার অন্য আরেক রকম ভীতির কথা শুনুন তাহলে। Claustrophobia. Claustrum অর্থ বদ্ধ স্থান ( মজার ব্যাপার হচ্ছে এই শব্দের রুট আর ইংরেজি close শব্দের রুট একই। ) আর phobia মানেতো আমরা জানিই। তাই বদ্ধ স্থানের প্রতি ভীতি বা আতঙ্ককে বলা হয়ঃ Claustrophobia। অনেকেই লিফটে উঠতে ভয় পান এই মানসিক ব্যাধির কারণে।

এক জরিপে দেখা গিয়েছে, পৃথিবী’র ৫-৭ শতাংশ লোকই এই মানসিক ব্যাধিতে আক্রান্ত, কিন্তু খুব কম সংখ্যক লোকই উপযুক্ত চিকিৎসা পেয়ে থাকেন। খনিশ্রমিকরা অনেকেই এই ভীতির স্বীকার হন। আবার, অনেকে আছেন, পাহাড়ে উঠতে বা উচুঁ স্থানে উঠতে ভয় পান, উচ্চতা ভীতিকে বলেঃ Acrophobia. Acro শব্দটি এসেছে গ্রিক Akron থেকে, এর অর্থ শীর্ষ স্থান। বেচারা Acrophobia তে আক্রান্ত! মজার ব্যাপার হচ্ছে গ্রিক Acropolis (শাব্দিক অর্থে উপরের নগরী), Acrobat এই শব্দগুলোও এসেছে akron থেকে!! ইদানিং কালে বেশ শোনা যাচ্ছে আরেকটি ভীতির কথা। বিদেশীদের সম্বন্ধে অহেতুক ভীতি, এর নাম দেওয়া হয়েছেঃ Xenophobia. গ্রিক xenos অর্থ হলো বিদেশি/আগন্তুক।

রসায়নের Xenon মৌলের নামও কিন্তু এই মূল থেকেই! xenophobia এর উদাহরণ, জার্মানির NPD নামক এক চরম ডানপন্থি দলের প্ল্যাকার্ড!! এতে লেখা আছেঃ We clean out!! বুঝতেই পারছেন, কালোদেরকে তাড়িয়ে দিতে চায় তারা। আরো কত প্রকারের ভীতি যে আছে!! পানির ভীতিকে বলে Hydrophobia, ঘুমের ভীতিকে বলে Somniphobia, নারী ভীতিকে বলে Gynophobia!.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.