বৃহস্পতিবার বিকালে বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের নন্দরামপুর গ্রামের প্রবাসী কাজল মিয়ার মেয়ে রীমা আক্তারের (১৬) মৃত্যুর পর জানা যায়, সে পাস করেছে। দ্বিতীয়বারের মতো পরীক্ষা দিয়ে ৩ দশমিক ৩১ জিপিএ পেয়ে পাস করে সে।
বেলাব থানার ওসি সায়েদুর রহমান ভূইয়া বলেন, সহপাঠীদের কাছ থেকে জানতে পারে এবারো সে (রীমা) পাস করেনি। এ খবর পেয়ে বাড়িতে গিয়ে কাউকে কিছু না বলে নিজের গলায় ওড়না পেঁচিয়ে ঘরের কাঠের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।
রীমা গত বছর পাটুলী উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়।
বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।