বুধবার রাতে নির্বাহী সম্পাদক নাজমুল আশরাফের বাধ্যতামূলক ছুটির সার্কুলার আসার পর থেকে বেক্সিমকো গ্রুপের টিভি চ্যানেল ইন্ডিপেনডেন্ট-এ হতাশা আরও প্রকট হয়েছে। অনিশ্চয়তা পেয়ে বসেছে চ্যানেলটির বার্তা বিভাগের কর্মীদের। বিশেষ করে যারা নাজমুল আশরাফের হাত ধরে চ্যানেলটিতে এসেছিলেন তারা চাকরিচ্যূত হবার আশঙ্কায় ভুগছেন। বুধবার দিনভর থমথমে ভাব বিরাজ করেছে চ্যানেলটিতে। বিষয়টি শুধু ইন্ডিপেনডেন্টই নয়, সব টিভি চ্যানেলকর্মীদের কাছেই আলোচনার বিষয় ছিল নাজমুল আশরাফের এই বাধ্যতামূলক ছুটি এবং বার্তা২৪ ডটনেট-এর দ্রুত সংবাদ পরিবেশনের বিষয়টি। পুরো খবর পড়ুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।