Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.
প্রযুক্তি জগতে নিজেদের আধ্যিপত্য সেই শুরু থেকেই। প্রযুক্তিগত জ্ঞানে পারদর্শিতার কথা বিশ্ববাসীকে জানাতে প্রতি বছর গুগল আয়োজন করে আসছে 'গুগল কোড-জ্যাম' নামের প্রোগ্রামিং প্রতিযোগিতা। যার মাধ্যমে গাণিতিক ধাঁচের প্রোগ্রামিং কোড সমাধান করে প্রায় ঘরে বসেই জিতে নেওয়া যাবে ১৫ হাজার ডলার। গেলো বছর গুগলের আহ্বানে সাড়া দিয়ে অংশ নিয়েছিলো প্রায় ৩৫ হাজার প্রতিযোগী। ধারণা করা হচ্ছে এবারের 'গুগল কোড-জ্যাম ২০১৩' অংশগ্রহন কারিদের দিক থেকে ছাপিয়ে যাবে গেলো বছরকে।
আবেদনের যোগ্যতা: ১৮ কিংবা তদুর্ধ যে কেউ প্রতিযোগিতার খাতায় নিজের নাম লেখাতে পারবেন। চাইলে ১৮ বছরের নিচে ও আবেদন করে প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশ নেওয়া যাবে। তবে এক্ষেত্রে চ’ড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না। অন্যদিকে চুডান্ত পর্বে মনোনীত প্রতিযোগিদের ফাইনাল রাউন্ডে লড়াই করবার জন্য লন্ডন যাবার প্রস্তুতি [পাসপোর্ট] থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে: এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিবন্ধন করার জন্য আপনার অবশ্যই জিমেইল আইডি থাকতে হবে।
শুরুতেই আপনার জিমেইল আইডিতে লগইন করে নিন। এবার https://code.google.com/codejam/ লিংক এ গিয়ে Participate আইকন এ ক্লিক করতে হবে। নতুন একটি পেইজ চালু হবে। এখানে প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে প্রবেশ করিয়ে নিবন্ধন পর্বটি সেড়ে নেওয়া যাবে। ১২ মার্চ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার নিবন্ধন চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
যেভাবে আসবে সেরার মুকুট: নিবন্ধনের পর শুরু হবে প্রাথমিক পরীক্ষা [কোয়ালিফিকেশন রাউন্ড] উত্তরাণোর পালা। ১৪ এপ্রিল নিবন্ধিত ই-মেইল আইডিতে চলে আসবে একগুচ্ছ সমস্যা। ই-মেইল বার্তায় উল্লেখিত ওয়েব সাইটে গিয়ে লগ-ইন করলেই শুরু হয়ে যাবে কোয়ালিফিকেশন রাউন্ড।
সমস্যাগুলো সমাধানের জন্য সময় বরাদ্দ থাকবে ২৫ ঘন্টা। সঠিক সমাধাকারীদের নিয়ে এরপর ২৭ এপ্রিল থেকে ১২ মার্চ সময়ের মধ্যে তিন দফায় আরেকবার যাচাই করে নেওয়ার জন্য 'প্রথম অনলাইন রাউন্ড' নামে আড়াই ঘন্টার পরীক্ষার আযোজন করা হবে।
এ পরীক্ষায় যারা প্রথম তিন হাজার জনের মধ্যে থাকবেন তারা চলে যাবেন 'দ্বিতীয় অনলাইন রাউন্ডে'। ১ জুন, আড়াই ঘন্টার পরীক্ষায় যারা সেরা ৫০০ তে থাকবেন তারা ১৫ জুন লড়বেন 'তৃতীয় অনলাইন রাউন্ডে', এখানেও তাদের ১৫০ মিনিটের পরীক্ষার সম্মুখিন হতে হবে। সবশেষ ধাপ 'অনসাইট ফাইনাল' রাউন্ড।
তৃতীয় অনলাইন রাউন্ড বিজয়ী সেরা ২৫ জন ১৬ আগস্টের ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবেন। শেষ লড়াইয়ে এ ফাইনাল অুনষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডনে।
সেখানে উপস্থিত বিচারকদের সামনে শেষবারের জন্য অংশ নিতে হবে ১৫০ মিনিটের পরীক্ষায়। প্রতিযোগিতায় কি ধরণের সমস্যার সমাধান দিতে হবে সে সম্পর্কে ধারণা পেতে https://code.google.com/codejam/terms.html লিংক এ ভিজিট করতে হবে।
এবং পুরস্কার: গুগল কোড-জ্যাম বিজয়ী সেরা সমাধানকারি পাবেন ১৫ হাজার ডলার। দ্বিতীয় এবং তৃতীয়স্থান অর্জনকারীর জন্য থাকবে ২ হাজার এবং ১ হাজার ডলার। আর ফাইনালে আসা সব প্রতিযোগি বোনাস হিসেবে পাবেন ১০০ ডলার।
আর দ্বিতীয় পর্বের স্থান পাওয়া সবার জন্য থাকবে গুগলের ডিজাইন করা বিশেষ টি-শার্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।