আমাদের কথা খুঁজে নিন

   

চ্যালেঞ্জের মুখে গণতন্ত্র

সম্প্রতি The Economist-এ (মার্চ ১-৭, ২০১৪) বিশ্বে গণতন্ত্রের হাল-হকিকত সম্পর্কে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সারাবিশ্বে সামগ্রিকভাবে গণতন্ত্রের অবস্থা কী, প্রতিবেদনের এটাই মূল প্রতিপাদ্য। এতে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের নামও উল্লেখ করা হয়েছে।

কম্যুনিস্ট-শাসিত চীনের জাদুকরি অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে প্রতিযোগিতায় গণতান্ত্রিক দেশগুলো কীভাবে ব্যর্থ হচ্ছে, তার একটা চিত্র তুলে ধরা হয়েছে। এই তুলনামূলক চিত্র তুলে ধরে বলা হয়েছে, গণতন্ত্রের গতানুগতিক চর্চা ধাবমান সময়ের চাহিদা মেটাতে পারছে না। তবে কোনো কোনো পাশ্চাত্য দেশে গণতন্ত্রচর্চায় সময়োপযোগী পরিবর্তন করার ফলে তারা সাফল্যের উদাহরণ সৃষ্টি করেছে। পত্রিকাটির বক্তব্য, গণতন্ত্রের চর্চায় নতুন নতুন উদ্ভাবন না হলে রাজনৈতিক ব্যবস্থা হিসেবে তা ম্রিয়মান হয়ে যাবে। অর্থাৎ ঝুঁকি থেকে বাঁচাতে হলে পুরনো ধাঁচে গণতন্ত্রচর্চা আর চলবে না। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.