ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল জোকস আমি লিখিনা। প্রথমতঃ নেটের কল্যাণে সব +/- জোকসই সবার মুখস্ত হয়ে গেছে। প্রায়শই দেখা যায় যারা জোকস লেখেন তারা কমেন্টস পান, "পরদাদার আমলের জোকস"। দ্বিতীয়তঃ তারা জোকসের বিশাল একটা প্যাকেজ নিয়ে বসেন। যাতে একটা হিট না হলেও অন্যটা হিট হয়।
সে হিসেবে মাত্র একটা দুটো জোকস মার্কেটে ধরা খাবার সম্ভাবনাই বেশী। তৃতীয়তঃ এখনকার ১৮+ গুলো সাংঘাতিক কড়া। এই দীনহীন পানশে জোকস নিয়ে তার সংগে পাল্লা দেয়ার প্রশ্নই ওঠেনা। তবু এখানে যেটা দিলাম সেটা সত্যিকারের পরদাদার আমলের বলেই ক্ষীণ একটা সম্ভাবনা আছে কমন না পড়ার। আর পরদাদার আমলের ১৮+ মানে এখনকার হিসেবে ৯- ।
সুতরাং দিয়েই ফেললাম। যদি সবাই অধিক শোকে পাথর হয়ে গালাগালি না দিয়েই চলে যান.. সেই ভরসায়।
১। সম্পাদক দায়ী নন
ষাটের দশকের কথা একটি পত্রিকায় ধারাবাহিক একটা উপন্যাস ছাপা হচ্ছিল। বলাই বাহুল্য ইদানিংকার ব্লগ কিংবা টিভি সিরিয়ালের মত তখন পত্রিকায় ধারাবাহিক উপন্যাস লেখার ব্যাপক চল ছিল।
তো এক সংখ্যায় গল্প শেষ হল যখন- নায়ক নায়িকা একত্রে রাত্রিবাসের উদ্যোগ নিচ্ছে। মনে রাখতে হবে ঘটনাটা ষাটের দশকের। পাঠকরা রুদ্ধশ্বাসে পরবর্তী সংখ্যার জন্য অপেক্ষা করতে লাগল.. আহা কি হয়, কি হয়...
সাবর উত্তেজনা তুঙ্গে তুলে দিয়ে পরবর্তী সংখ্যায় গল্প শুরু হল দু'জনার ভোরবেলার চা পানের দৃশ্য দিয়ে। ব্যাস মৌচাকে ঢিল পড়ল আর কি।
অসংখ্য চিঠি এসে জমা হল সম্পাদকের দপ্তরে।
সবার প্রশ্ন একটাই, দুই সংখ্যার মাঝখানে কি হল- সম্পাদক সাহেব জবাব চাই। অনন্যোপায় সম্পাদক পরবর্তী সংখ্যায় গল্পের শেষে একটা ফুটনোট দিলেন-
"দুই সংখ্যার মাঝখানে যা ঘটেছে সেজন্য সম্পাদক দায়ী নন। "
এবারে একটা ফ্রি...........
২। ভালবাসার প্রকাশ
ভালবাসা প্রকাশ করা সত্যি কঠিন। অবশ্য মুঠোফোনের যুগে কথাটা খুব ভুল বললাম কিনা বুঝতে পারছিনা।
তবে পরদাদার আমলে না হোক এই দেড়-দু দশক আগেও ব্যাপারটা কিছু ভাগ্যবান ছাড়া বেশীরভাগের পক্ষেই কঠিন ছিল। নয়ত- কি করে বলিব আমি, আমার মনে বড় জ্বালা.. জাতীয় গান রচিতই হত না।
তবে কথা হচ্ছে সব যুগেই দুএকজন ভাগ্যবান থাকেন তাদের প্রকাশ করতে সমস্যা হয় না। ধরুন এই শিক্ষক যিনি তার ছাত্রকে প্রতিদিনই বেদম পেটাতেন। অবশেষে একদিন ছাত্রের কান্না কান্না মুখ দেখে তার সহানুভূতি উথলে উঠল।
কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন- "কাদিস না। আসলে আমি তোকে বড্ড ভালবাসি। এসব মার নয়রে- ভালবাসার প্রকাশ।
আদরে বিগলিত হয়ে কান্না কান্না গলায় ছাত্র বলল.. "স্যার আমিও আপনাকে খুব ভালবাসি- কিন্তু প্রকাশ করতে পারি না। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।