সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না। মানুষ এত নীচ। তারা কি ভাবে এই কাজটি করে। ঈদের দিন মায়ের জন্য দু’বোতল মাঠা কিনে নিয়ে আসছি। পথের মধ্যে এক ছোট ভাইয়ের সাথে দেখা।
সে বলল, মাঠাখাবে না?
-কেন?
-আমি মাঠার কারখানায় চাকি করেছি। জুসের মতও এর মধ্যে মাঠার নাম মাত্র কিচ্ছু নাই। আর এটা ঘন করতে টয়লেট পেপার দেওয়া হয়। টয়লেট পেপার ভিজলে নরম হয়। দাতের নিচে পড়লে মনে হবে দুধের সর।
আমি তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম।
মাঠা আমার মার খুব প্রিয়। তার জন্য ফ্রিজে মাঠা এন রাখি। তাছাড়া আমার প্রিয় লেখক উন্মাদ সম্পাদক আহসান হাবীবও মাঠা পছন্দ করেন। আমারও প্রিয়।
আমার অফিসে লোক এলে আমি কোল্ডডিংস এর বদলে মাঠা দিয়ে আপ্যায়ন করি। ভাবি দেশি পন্য। এরমাঝে খুজে পাই দেশপ্রেম। অথচ তারা কি মানুষ?
আমি বি,এস,টি,আই, ভ্রাম্যমাণ আদলত ও সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ বিষয়টা সিরিয়াসলি নিবেন। তাদের উপযুক্ত শাস্তি দিবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।