আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকেরা কি করে, তাদের জীবন যাপন কেমন...

অ আ একজন জানতে চাইলেন নাস্তিকেরা কি করে, তাদের জীবন যাপন কেমন... তাকে নিচের উত্তর দিলাম... শুরু হিসেবে: যদি অনেস্টলি জানতে চান নাস্তিকেরা কিভাবে জীবন যাপন করে, তাহলে অকারন ধর্মাচরন বাদ দিন। মোল্লাজাতীয় আগাছাগুলিকে চর্বচোষ্যলেহ্য সরবরাহ বন্ধ করুন। নিজের সন্তানকে মাদ্রাসা/হুজুর/মক্তব/মন্দির/চার্চের ধারেকাছে ঘেষতে দেবেন না। জোকার নায়েক গিলতে দিবেন না। বিজ্ঞান বিষয়ে পড়াশোনা, আগ্রহ নিতে পারেন।

কোনো অনুচ্চারিত প্রশ্ন মাথায় এলে, ইশ্বর করেছেন, এমন ধারনা বাদ দিয়ে যৌক্তিক বিজ্ঞান নির্ভর উত্তর খুঁজে দেখুন... এ ক্ষেত্রে গুগল ও উইকিপিডিয়া ভালো সহায়তা করতে পারে। মৃত্যু নিয়ে দুশ্চিন্তা ও ভীতি বাদ দিন, মরার পরে কিছু নেই, অন্ততঃ গালগপ্পো ছাড়া কোনো 'এভিডেন্স' নেই। মৃত্যুর পরে কারো সাথে দেখা হবার সম্ভাবনা নেই,কারন আপনার অস্তিত্বের সমাপ্তি ঘটবে মৃত্যুর সাথে সাথে। এই ভাবনা যদি খুব সমস্যা সৃষ্টি করে, নিজেকে বোঝাতে চেষ্টা করুন, এটাই বাস্তবতা। পৃথিবীর রং-রূপ-রস-গন্ধে মোহিত হউন, পৃথিবী আসলেই সুন্দর।

চিত্রকলা, সংগীত, সাহিত্য থেকে মনের খাবার আহরন করুন, মানুষ হওয়ার একটা অসাধারন দিক হলো সংস্কৃতি'র সাথে একাত্মতা অর্জন। দোয়া/পুঁথি/পানিপড়া বাদ দিয়ে ওষুধ. ডাক্তার ইত্যাদিতে বেশি ভরসা রাখুন। রোগ হলে তার কার্যকারন ও লক্ষণের উপর বেশি নজর দিন। জ্বিন/ভুত ইত্যকার বলতে কিছু নেই, তাই ওদের হাতে পায়ে ধরার অতি-কল্পনার দরকার নেই। নিয়মিত ধর্মকরী পড়ুন... ধর্মবিষয়ক অদ্ভুদ ধোয়াশাগুলি এমনিতেই কেটে যাবে, নির্মল বিনোদনের জোয়ারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.