আমাদের কথা খুঁজে নিন

   

মালা তুমি কে............

প্রিয় মাধবীলতা... যদি ভুল ভাব আমায় ভাবতেই পার বন্ধু তবু যে আমি ফিরে আসব বারবার তোমার কাছে যে নামেই তোমায় ডাকি না কেন তুমি তো আমার একটাই বন্ধু তাই কোথায় যাব আমি তোমায় ফেলে কত দূরে। পারব না বলেইতো ফিরে এসেছি আজ রাতে আবারো তোমায় নিয়ে আমার গানের মাঝে। গল্পটি আমি লিখেছি, নিয়তিকে মেনে নিয়ে তাই একেক বার একেক নামে ডাকি তোমায় গল্পের ভিড়ে রাগ কর না ভুল বুঝে, সবটাই যে তুমি স্বপ্ন দেখি তাই তোমায় নিয়ে আমার সুখের নীড়ে। গান আজ আমি একাই গাইব না, গাইতে হবে তোমায় তোমায় লাগছে যে আজ বেশ সুন্দর আমারি দেওয়া ঐ নীল জামায়। এখনো কি বুঝনি বন্ধু গল্পের মালা কে কখনো তোমাকে মায়া বলেছি, কখনো ডেকেছি অন্য কোন নামে কাল হয়ত অন্য নামে ডাকব তোমায় তবে মালা যে যাবে না জীবন থেকে চলে। চল তাহলে গান গেয়ে উঠি একসাথে ভালবেসে মালাকে নিয়ে আমার গল্পের মঞ্চে। ১১।০৮।২০১১ © ফয়সাল বিন হাফিজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।