কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) ভাবছি , কিাভবে ভুল _ফুশ্লিয়ে .............................ষড়যন্ত্র করে মরন-উচাটান-বান তন্ত্রে , বিষ ঢুকাই _পৃথিবীর শান্তির মন্ত্রে । আমি চাই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগুক। বাতাসে ভেসে বেড়াক মৃত্যুর ঘ্রাণ, রাত্রে জমুক জিঘাংসার অন্ধকার, আমার একটি তপ্ত সিসা ..............। তোমার হৃদপিন্ড ভেদে যাক- কিংবা একটি উতপ্ত সিসা ....................আমার বুকে বিঁধে ....... তোমার হৃদয় ছুঁয়ে যাক- তোমার ধমনীতে রক্তের বান ডাকুক ....................।আবেগের পাল; তোমার যৌবন ব্রত হোক .......................... আমার শোকে, সন্ন্যাস হোক তোমার মন ............................ নিন্দার তোপে' সুখের মাঝে থেকেও তুমি .......................... স্মৃতির কষ্ট পাও; তোমার কপালে আমার কবরে পুষ্প প্রদাণ- .........................................বিধাতা লিখে রাখুক। .........................................তৃতীয় বিশ্বযুদ্ধ বাধুক। (৮/১০/২০০৫ , ঢাকা ) ছবি নেট থেকে সংগৃহীত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।